• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০২৩

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হানুল ইসলাম রায়হান।

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকল শহিদ বুদ্ধিজীবীগণের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। আরও বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা আঃ গনি, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, রুপালী ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শরিফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান, স্থানীয় প্রেস ক্লাবের সাবেক আহবায়ক আবু হাসান শেখ প্রমুখ।

আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমানসহ সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads